বায়ু দূষণে শীর্ষে ঢাকা

কিছুদিন শীর্ষে না থাকলেও বায়ুদূষণের দিক থেকে ফের শীর্ষে অবস্থান করছে ঢাকা। আজ শনিবার (১৫ এপ্রিল) সকালে ২৮৩ স্কোর নিয়ে আইকিউ এয়ারের তালিকার শীর্ষস্থানে রয়েছে ঢাকা।

আজ সকাল ৯টা ৪৩ মিনিটে দিকে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বায়ুদূষণের শহরের তালিকা প্রকাশ করলে এ তথ্য সামনে আসে।

তালিকায় দেখা গেছে, ২২৬ স্কোর নিয়ে বায়ুদূষণের দ্বিতীয় স্থানে আছে থাইল্যান্ডের চিয়াং মাই।

গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে বেশিসংখ্যক দিন অস্বাস্থ্যকর বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। এ ধারাবাহিকতা রয়েছে চলতি এপ্রিলেও।

এছাড়া একিউআই স্কোরে তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি, স্কোর ২১১। ১৮৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। পঞ্চমে চীনের বেইজিং শহর, স্কোর ১৮৫। চীনের উহান শহর, স্কোর ১৬১।

একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ মানুষকে বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //